Welcome to Desherboi Book Shop!
Free Call +8801711324644
Close

অন্বয় প্রকাশ

প্রকাশক : গুলশান আরা বাবলী
ঠিকানা : ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা ১১০০

অন্বয় প্রকাশের পাঁচ বছর। প্রকাশে সত্য সুন্দর ও আনন্দের সঙ্গী। এই স্লোগানকে ধারণ করে ২০১৭ সালের জুন মাসে আত্মপ্রকাশ করে অন্বয় প্রকাশ। অন্বয় প্রকাশের নান্দনিক লোগোটি করেছেন বাংলাদেশের প্রচ্ছদশিল্পের জীবন্ত কিংবদন্তী ধ্রুব এষ।
প্রকাশনার শুরুতেই আমেরিকার নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বই উৎসবে যোগদান করে অন্বয় প্রকাশ। এছাড়া ওয়াশিংটন বইমেলা, টরন্টো বইমেলায়ও অংশগ্রহণ করে প্রকাশনার জগতে জানান দেয়, অন্বয় প্রকাশ আসছে।
বাংলাদেশে অমর একুশে বইমেলাসহ সারাদেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের বইমেলায়ও অংশগ্রহণ করে আসছে অন্বয় প্রকাশ। গত পাঁচ বছরে প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় দেড়শ। উল্লেখযোগ্য বই হলো : দর্শন ও বিজ্ঞান, নওগাঁর শোলাশিল্প, তৃণমূলে একাত্তর, অন্য এক শেখ মুজিব, মুজিবনগর সরকার, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধু : বহুমাত্রিক বিশ্লেষণ, শিরোনামহীন কবিতা, হুদা-কথা, অমৃতপথযাত্রী, বীরাঙ্গনা সখিনা, পুরুষনামা, অশ্রুমতি, গল্পের একটা বাড়ি, অন্ধ মাকড়শা, জ্যাকসন হাইটস জার্নাল, খরা, পুরুষ, জলপাই হাওয়া, স্মৃতিতে সংবাদে, মুক্তিযুদ্ধের বাছাই গল্প প্রভৃতি।
সৃজনশীল ও মননশীল বই প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে অন্বয় প্রকাশ। বিষয়ভিত্তিক সব ধরনের বই প্রকাশ করে ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে অন্বয় প্রকাশ।
অন্বয় প্রকাশ লেখক ও লেখা দুটোকেই সমান গুরুত্ব দেয়। লেখক-পাঠক- শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সহযোগিতায় অন্বয় প্রকাশ এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখে সবসময়।

Showing all 13 results

All search results